রাস্তা মেরামতের নামে দুর্ভোগের শেষ কোথায়

বৃষ্টি হলে পানি জমে যাওয়া তো ঢাকায় নতুন কিছু না।

তবে বৃষ্টি হোক বা না হোক সবসময় সেখানে পানির দেখা মেলে। ময়লার গন্ধ আর ভাঙা রাস্তায় সাধারণ মানুষকে রোজ রোজ দুর্ভোগ পোহাতে হয়। জায়গাটা ঢাকার আগারগাঁও এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সামনে।

চার মাস আগে এই রাস্তার মেরামত কাজ শেষ হয়েছিল। ঠিক তার পরের মাসেই পাইপ বসানোর কাজে আবার খোঁড়াখুঁড়ি শুরু হয়। খোঁড়াখুঁড়ির কাজ শেষ হবার পর রাস্তা মেরামতের নামে পীচ ঢেলে দুই রাস্তার মাঝে অসমতা তৈরি করা হয়েছে যার ফলাফল হিসেবে রিকশা উল্টে যাওয়া, জ্যাম লেগে থাকা আর পানি জমে থাকার মত ঘটনা ঘটছে।

তাছাড়া এই তিন রাস্তার মাথাতেও নির্মাণ কাজ চলছে, যার কারণে দুর্ভোগ আরও বেড়েছে।

সেখানে বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে যায় আর তিন চার দিনেও সে পানি সরে না। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করে।

ছোট ছোট ছাত্র ছাত্রী ও শিশুদের জন্য দুর্ভোগের মাত্রাটা বেশি।

এমনই এক ছাত্রী হ্যালোকে জানায়, বাসা এখানে হওয়ায় প্রতিদিনই তাকে এই রাস্তা ধরে যাতায়াত করতে হয়। একদিন তাদের রিকশা উল্টে যাবার মতো হয়েছিল। এরপর থেকে এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ভয়ে থাকে সে।

এ সমস্যার সমাধান কবে হবে তার উত্তর জানা নেই কারও।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com