‘পীড়িত শিশুর জন্য জাকাত দিন’

দেশ-বিদেশের জাকাতদাতাদের বাংলাদেশের পীড়িত শিশুদের জন্য দান করতে আহ্বান জানিয়েছে এ ধরণের শিশু নিয়ে কাজ করে একটি সংস্থা।

ডিস্ট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল নামের এই সংস্থার নির্বাহী পরিচালক এহসান হক জানিয়েছেন, এই টাকা বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুর চিকিৎসা, লেখাপড়াসহ মৌলিক অধিকার পূরণে খরচ করবেন তারা।

তারা আরো জানিয়েছেন, তাদের বিভিন্ন কর্মসূচিতে নির্দিষ্টভাবেও দান করা যাবে। ‘সান চাইল্ড হোম ফর অরফ্যান’ তাদের অনাথশিশুদের আশ্রম। এক সময় রাস্তায় বাস করত এমন ৩০টি শিশু এখন ওখানে বাস করে। সেখানে ওসব শিশুর আশ্রয়, খাবার ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

 স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি ‘ডিসিআই হেল্থ ক্লিনিক’ থেকে তারা বস্তির মানুষদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

‘ডিসিআই ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম’-এর মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য চোখের চিকিৎসা করে থাকে।

এছাড়া শিশুদের জন্য আরো অনেক কাজ তারা করেন বলে জানানো হয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে গিয়ে সরাসরি দান করা ব্যবস্থাও রেখেছেন তারা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com