‘নাম মাত্র মুজুরিতে সারা মাস কাজ করি’

খাগড়াছড়ি জেলায় দিন দিন শিশু শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে। ১০ থেকে ১৪ বছর বয়সী এসব শিশু কম মজুরিতে রাতদিন শ্রম দিচ্ছে।

জেলা ও উপজেলা শহর ঘুরে দেখা যায়, কম বয়সী শিশু শ্রমজীবীরা বিভিন্ন যানবাহনের সহকারী, কারখানায়, তেলের পাম্পে, দোকান-পাটে মজুরের এবং রিকশা চালক হিসেবেও কাজ করছে।

এসব ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে অনেক সময় পঙ্গু হয়ে যায় অনেকে।

খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং গ্রিল ওয়ার্কশপের মো. দুলালের (১৪) সাথে কথা হয়।

সে জানায়,  সে প্রায় ২ বছর ধরে এ ওয়ার্কশপে কাজ করছে।

সে মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। অর্থের অভাবে পড়া চালিয়ে যেতে পারেনি দুলাল।

কথায় কথায় ও জানায়, সারা মাস কাজ করে দেড় থেকে দুই হাজার টাকা আয় হয় তার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com