ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

সারাদেশে শিশুদের আবার ভিটামিন-এ খাওয়ানো শুরু হয়েছে।

শনিবার সকালে দেশের বিভিন্ন জায়গায় ‘ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়।

দেশের বিভিন্ন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থান, বাস স্ট্যান্ড, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতাল কেন্দ্রে এ ক্যাম্পেইন চলছে।

প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভিটামিন 'এ' প্লাস ওষুধ খাওয়ানো হবে।

মেহেরপুর জেলায় সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ১১৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৪০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

দেশের অন্যান্য জায়গার মতো মেহেরপুর জেনারেল হাসপাতালেও এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com