এইচএসসি পরীক্ষা শুরু

দেশের ৮টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার সারাদেশে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী এতে অংশ নিয়েছে।

বৃস্পতিবার পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়েছে।

পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬ হাজার ২৯৩ জন ছাত্র এবং ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন ছাত্রী রয়েছে।

আগামী ৫ জুন পর্যন্ত তত্ত্বীয় বিষয়ে এবং ৭ থেকে ১৬ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবার কথা রয়েছে।

এবার দুই হাজার ৩৫২টি কেন্দ্রে আট হাজার ১০৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হয়েছে।

গতবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠান ৩০১টি এবং পরীক্ষা কেন্দ্র ৬৪টি বেড়েছে।

বিদেশের পাঁচটি কেন্দ্রে ২০২ শিক্ষার্থীও এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবে।

এক্ষেত্রে দশম শ্রেণিতে অধ্যয়নরতদের শ্রুতিলেখক হিসেবে নিযুক্ত করা যাবে।

৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণার আশা করছে শিক্ষা বোর্ড।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com