পূজায় শিশুর আনন্দ

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শিশু-কিশোরদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
পূজায় শিশুর আনন্দ

শিশুদের সাথে কথা বললে তারা জানায়, তারা পূজা উপলক্ষে নতুন নতুন জামা কাপড় কিনেছে।

এ বছর জেলায় মোট ৫৬৪ মন্ডপে পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ১০৫টি, তালায় ১৭৯টি, কলারোয়ায় ৪০টি, কালিগঞ্জে ৫২টি, শ্যামনগরে ৬৪টি, আশাশুনিতে ১০৪টি ও দেবহাটায় ২০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি জেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, অধিকাংশ মন্দির গুলোর প্রতিমার রঙের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। চলছে আলোকসজ্জার কাজ।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. আলতাফ হোসেন বলেন, “কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পূজা শুরুর তিন দিন পূর্ব থেকে দশমী পর্যন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে।”

Saidul • 2 mins

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com