দুর্গাপূজায় শিশুর আনন্দ

শিল্পীরা যখন ব্যস্ত দেবী দুর্গার গায়ে শেষ তুলির আঁচড় টানতে, শিশুরা তখন মেতে উঠেছে দুর্গোৎসবের আনন্দে।
দুর্গাপূজায় শিশুর আনন্দ

পূজাকে ঘিরে চলছে কেনাকাটা, চলছে নানান জল্পনা-কল্পনা।  

পূজার পরিকল্পনা নিয়ে হ্যালোর সঙ্গে কথা হয় কয়েকজন শিশুর সঙ্গে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্বাগত বলে,  ‘পূজার আর চারদিন বাকি। আমার কেনাকাটা শেষ। পূজায় খুব ঘোরাঘুরি করব।”

ছয় বছর বয়সী শৈশব বলে, ‘পূজাতে আমি অনেক ফুচকা খাবো, নাগরদোলায় চড়ব।’

ঠাকুরগাঁও শহরের হলপাড়া পূজা মপের পুরোহিত বাসু দেব ব্যানার্জী হ্যালোকে বলেন, ‘এবার মা আসছেন নৌকায়  এবং বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।’

ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ হ্যালোকে জানান, পূজার প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবার জেলায় মোট চারশ ৪৭টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হ্যালোকে বলেন, ‘দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com