সূর্যমুখী কৃষক

সূর্যমুখী ফুল চাষ করে লাভবান হচ্ছেন পটুয়াখালী জেলার তালতলী উপজেলার পাজরাভাঙ্গা গ্রামের কৃষকরা।
সূর্যমুখী কৃষক

সংসারের জন্য প্রয়োজনীয় বীজ রেখে প্রতি মণ বীজ এক হাজার আটশ টাকায় বিক্রি করেন তারা। ধান চাষের চেয়ে এটা লাভজনক বলে মনে করেন স্থানীয় অনেক সূর্যমুখী কৃষক।

চাষি সোহরাব জানান, রোপনের জন্য প্রতি কেজি বীজ ১৪০০ টাকায় কিনে ৩০ শতাংশ জমিতে জানুয়ারি মাসে রোপন করেন। প্রতি ৩ শতাংশ জমিতে ২৫০ টাকা খরচ করে এই জমির ফুল থেকে এক মণ বীজ পান।

তিনি বলেন, 'সংসারের জন্য প্রয়োজনীয় বীজ রেখে প্রতি মণ বীজ ১৮০০ টাকায় বিক্রি করি।'

কৃষক হাবিবুর রহমান জানান, সূর্যমুখী চাষে কম খরচে অধিক লাভবান হওয়া যায়। এক মণ বীজ থেকে ১৩ থেকে ১৪ কেজি তেল পাওয়া যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com