মাগুরার এক প্রাথমিকে প্রথম প্রকাশিত দেওয়াল পত্রিকা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা গল্প, কবিতা ও ছবি নিয়ে তৈরি হয়েছে দেয়াল পত্রিকা ‘মধুমতি’।
মাগুরার এক প্রাথমিকে প্রথম প্রকাশিত দেওয়াল পত্রিকা

রোববার পত্রিকাটির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুন নাহার।  

তিনি বলেন, ‘পড়াশুনার পাশাপাশি সব শিক্ষার্থীর লেখালেখি করা উচিত। কারণ এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটে।’

দেয়াল পত্রিকার প্রশংসা করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহম্মদ ইয়াহিয়া বলেন, ‘প্রথম দেয়াল পত্রিকা প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। এতে শিক্ষার্থীদের আমাকে অভিভূত করেছে। এটি ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে।’

পঞ্চম শ্রেণির তন্ময় বলে, ‘পত্রিকায় আমার একটি লেখা প্রকাশ হয়েছে। আমি অনেক খুশি।’

তাহমিদ নামের আরেক শিক্ষার্থী বলে, ‘আমাদের স্কুলে এই প্রথম দেয়াল পত্রিকা প্রকাশ করা হলো। আর আমার লেখাও প্রকাশ হয়েছে।’

শিক্ষার্থীরা তাদের আনন্দ, স্মৃতি, স্কুলের সমস্যা, কীভাবে নিজেকে ও সহপাঠীদের সহযোগিতা করা যায়, লেখার মাধ্যমে এসব তুলে ধরার চেষ্টা করে।

বিদ্যালয়ের ১৩জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকের চেষ্টায় গল্প, কবিতা, ছড়া আর ছবি দিয়ে এই প্রথম দেয়ালিকাটিকে সাজানো হয়েছে।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com