ময়মনসিংহে বিজিবি-বিএসএফ নৌকাবাইচ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে এই নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
ময়মনসিংহে বিজিবি-বিএসএফ নৌকাবাইচ

শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দলের এ প্রতিযোগিতা দেখতে জয়নুল উদ্যান পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরে জড়ো হয় সব বয়সের মানুষ।

নৌকা বাইচে অংশ নেয় আটটি নৌকা। প্রতিটি নৌকায় বৈঠা হাতে নেয় ৫০ থেকে ৭০ জন প্রতিযোগী।  

প্রতিযোগিতায় বিজিবি দল চ্যাম্পিয়ান এবং বিএসএফ দল রানার আপ হয়। 

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের কাছ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদ হাসান (ব্রিগেডিয়ার জেনারেল), খলিলুর রহমান (জেলা প্রশাসক), কাজি অনিরুদ্ধ (কর্নেল), নজরুল ইসলাম (লে. কর্নেল) আর বিএসএফ-র ডেপুটি কমানডান্ট প্রবীণ কুমার।

বিজিবি সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর ময়মনসিংহের সদর সেক্টরে ২৭, ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বিজিবি ও বিএসএফ-র মধ্যে ওয়াটার স্পোর্টস প্রশিক্ষণ শুরু হয়। যেখানে ১৫ জন বিএসএফ সদস্য অংশ নেন।

প্রতিযোগিতায় বাংলাদেশের সাতটি এবং ভারতের একটি নৌকা অংশ নেয়। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com