ঈদ আনন্দে শিশুরা

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা নিয়ে বাবা মার কাঠ-খড় পোড়াতে হলেও ঈদের দিনের চিত্র ভিন্ন। বেশিরভাগ শিশু সকালে নিজের তাগিদে উঠে ঈদগাহে ঈদের নামাজ পড়েছে। এরপরই পার্কে, মাঠে, রাস্তায় নেমে পড়েছে বন্ধুদের সংগে।
ঈদ আনন্দে শিশুরা

ঈদের দিনের সকালেই নতুন নতুন পোশাক পরে সাতক্ষীরার বড় রাস্তা, গলি, মাঠ, দোকানপাট, পার্ক সব জায়গায় শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শিশুদের সাথে কথা বললে জানায়, তারা আজ ঘুরে বেড়াবে, আনন্দ করবে। মজার মজার খাবার খাবে। বন্ধুদের সাথে খেলাধুলাও করবে।

সকালে বাড়ি থেকে সেমাই পায়েস ও মিঠাইসহ নানা খাবার খেয়ে ঘুরতে বেরিয়েছে বলেও জানায় তারা।

ঈদের দিন পড়াশোনার কোনো চাপ নেই তাই বাবা মার বকুনি খাওয়ারও ভয় নেই বলে জানিয়েছে শিশুরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com