শিশু ইব্রাহীমের রোগ ধরতে পারছেন না দেশের ডাক্তার

সাতক্ষীরায় সাত মাস ধরে বিরল রোগে ভুগছে দশমাসের শিশু ইব্রাহীম।
শিশু ইব্রাহীমের রোগ ধরতে পারছেন না দেশের ডাক্তার

জেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের শেখ জয়নাল আবেদীনের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে ইব্রাহিম সাত মাস ধরে রোগে ভুগছে। দেশের ডাক্তার বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।  

শিশুটির মা হাসিনা খাতুন জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে, ডাক্তার রোগটির ধারা বুঝতে না পেরে ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

সেখানেও কয়েকদিন চিকিৎসা চলে তার। কিন্তু সেখানেও ডাক্তার রোগটি ধরতে না পেরে ভারতের ভেলোরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শিশুটির বোন খাদিজা খাতুন জানায়, উন্নত চিকিৎসা করতে বিদেশে যাওয়ার সামর্থ্য নাই তার বাবার।

শিশুর বাবা, শেখ জয়নাল আবেদীন বলেন, ‘ তিনমাস বয়স থেকে শিশুর গলায় এ রোগ দেখা যায় এবং সাত মাস বয়স থেকে গলার চারিদিকে আর দশ মাস বয়সে রোগটি সারা শরীরে ছড়িয়ে যায়।’

  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com