নদীভাঙনে আতঙ্কিত মাগুরার শিশুরাও

মাগুরার মহম্মদপুরের কাশিপুর ও শিরগ্রামের বাড়িঘর ও গাছপালা তলিয়ে যাচ্ছে নদী গর্ভে।
নদীভাঙনে আতঙ্কিত মাগুরার শিশুরাও

সরেজমিনে দেখা যায়, ভাঙন ঠেকাতে যে বাধঁ তৈরি হয়েছে তার ঠিক দুই ধার থেকে আবার ভাঙন শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে শিরগ্রাম ও কাশিপুরের প্রায় ৫০টি পরিবার ও একটি রাস্তা।

এলাকার দ্বিতীয় শ্রেণির ছাত্র রানা মোল্লা বাড়ি ডুবে যাওয়ার আতঙ্কে রাতে ঘুমাতে পারে না।

পঞ্চম শ্রেণির শ্রেনীর ছাত্র সজল বলে, ‘বিদ্যুৎ থাকে না বলে লেখা পড়ার অনেক সমস্যা হয়। সামনে আমার পরীক্ষা। কখনও রাতে পড়তে পারি না। রাতে ভাঙনের শব্দে ভয়ও লাগে।’

স্থানীয় বাসিন্দা হেমায়েত খান হ্যালোকে বলেন, ‘গাছপালা, বাড়িঘর, রাস্তা নদীতে ভেঙে চলে যাচ্ছে। আমরা অনেক কষ্ট আছি।’

ওহিদ মোল্লা নামে আরেক বাসিন্দা জানান, বাড়ির গাছপালা যা ছিল নদীতে চলে গেছে আর এর পরেই তাদের বাড়ি। গরীব মানুষ তিনি। ক্ষতিপূরণ করতে পারবেন না।

আরেক বাসিন্দা ধলু মোল্লা বলেন, ‘এই দাগে আমার তিন পাখি (প্রায় পৌণে দুই বিঘা) জমি ছিল। ভাঙনে মেলাই চলে গেছে। এখন আর মাত্র আট নয় শতক আছে।

তুহিনা বেগম এলাকাবাসী প্রশ্ন করেন, ‘বাড়ি ডুবে গেলে আমাদের বাচ্চা-কাচ্চা নিয়ে কোথায় যাব। মনিদের নিয়ে কি নদীতে ভাসতে হবে? যদি আমার একটি মনি পানিতে পড়ে যায় কী অবস্থা হবে?’

এই বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল রহমান ফোনে হ্যালোকে জানান, তদন্ত করে দেখা হবে। ঘটনা সঠিক হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com