ঠাকুরগাঁওয়ে সাড়া ফেলেছে মিড ডে মিল কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চালু হওয়ার পর উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।
ঠাকুরগাঁওয়ে সাড়া ফেলেছে মিড ডে মিল কর্মসূচি

সরেজমিনে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা কাঁঠালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিশুরা ক্লাস শেষে খাবারের জন্য অপেক্ষা করছে।

শিক্ষক ও কয়েক জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে হ্যালো।

বিদ্যালয়টির এক সহকারী শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ে মিড ডে মিল চালু হওয়ায় শিশুরা উপকৃত হবে। এতে তাদের স্কুলে আসার প্রতি আগ্রহ বাড়বে।’

কার্যক্রমটিকে স্বাগত জানান অভিভাবকরাও। এক অভিভাবক বলেন, “যাদের বাড়ি দূরে দুপুরে খেতে গেলে তাদের কষ্ট হয়।”

শিক্ষার্থীরা জানায়, দুপুরে বাড়িতে গেলে অনেক সময় নষ্ট হতো। এখন আর সেটা হবে না বলে তারা খুশি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, “স্কুলের সভাপতি ও অভিভাবকদের সহায়তায় মিড ডে মিল চালু হয়েছে।”

জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, “হরিপুর উপজেলার একটি বিদ্যালয়ে নিজ উদ্যোগেই মিড ডে মিল চালু হওয়ায় আলোড়ন তৈরি হয়েছিল। সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করি। সবার সহযোগিতা পেলে জেলার প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা সম্ভব।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com