পাহাড় ধসে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীর মৃত্যু

টানা বৃষ্টিতে পাহাড় ধসের বিপর্যয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সেমিউ মারমা মারা গেছে।
পাহাড় ধসে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সেমিউ সোমবার রাঙামাটির মুরালী পাড়ায় পাহাড় ধসে প্রাণ হারায়। 

তার গ্রামের বাড়ি উপজেলার সফরভাটার বড়খোলা পাড়ায়। রমজানের ছুটি উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সেখানেই তার প্রাণহানি ঘটে বলে স্বজনরা জানান।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুর জানান, সেমিউ একজন নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের ছাত্রী ছিল। সে নিয়মিত বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিত।

সেমিউ মারমার অকাল মৃত্যুতে বিদ্যালয় পরিচালনা পরিষদ শোক ও দুঃখ প্রকাশ করেছে।  

একই ঘটনায় সেমুতির বড় বোন নবম শ্রেণির ছাত্রী চাদামা মারমা আহত হয়। ঘটনার তিন দিন পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে পাহাড় ধসে ১৫৬ জনের প্রাণ হানির খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com