সংবাদ লিখে পুরস্কার পেল হ্যালোর ইভান

হ্যালোর সাংবাদিক সাদিক ইভান পেয়েছে প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৭
সংবাদ লিখে পুরস্কার পেল হ্যালোর ইভান

প্রথমবারের মতো কোনো শিশু সাংবাদিক এ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় জুরি বোর্ডের মনোনয়নে বিশেষ পুরস্কারটি এলো ইভানের ঝুলিতে। 

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসকে সামনে রেখে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৭’র বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। 

‘ধূমপান করছে স্কুল পড়ুয়ারা’ শিরোনামে হ্যালোতে প্রকাশিত সংবাদটি তামাক নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখায় ইভানকে এ পুরস্কার দেওয়া হয়।

এর আগে গত বছর হ্যালোতে প্রকাশিত ‘মায়েদের প্রতিযোগিতায় অতিষ্ঠ শৈশব’ প্রতিবেদনের জন্য শিশু সাংবাদিকতায় ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পায় ও।

এইচএসসি পরীক্ষার্থী ইভানের ব্যবহারিক পরীক্ষা থাকায় পুরস্কার নিতে যেতে না পারায় তার পক্ষে সেটি গ্রহণ করেছেন তার খালাতো ভাই মাইদুল ইসলাম পাপন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইভান বলে, ‘আমি নিজ হাতে পুরস্কার নিতে পারিনি তবুও খুব ভালো লাগছে। কাজের স্বীকৃতি আরও দ্বায়বদ্ধতা বাড়িয়ে দিলো বলে মনে হচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

দৈনিক সমকালের উপসম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার কো-অরডিনেটর মো. শাহরিয়ার, আত্মার যুগ্ম আহ্বায়ক নাদিরা কিরণ।

অনুষ্ঠানটিতে আরওপুরস্কার পেয়েছেন স্থানীয় পত্রিকা ক্যাটাগরিতে দৈনিক কীর্তনখোলার চিফ রিপোর্টার গোলাম মর্তুজা জুয়েল, সেরা অনলাইন-প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির ইংরেজি বিভাগে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার পরিমল পালমা। বাংলা বিভাগে  

যৌথভাবে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান মামুন ও বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং টিভি রিপোর্টে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সুশান্ত সিনহা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com