রংপুরে কাঁঠালের বাম্পার ফলন

জেলার সদর উপজেলার হরিদেবপুর, সদ্যপুষ্করিনী, মিঠাপুকুর, কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক কাঁঠালের ফলন হয়েছে।
রংপুরে কাঁঠালের বাম্পার ফলন

অন্য বছরের তুলনায় এ বছর বেশি ফলন হয়েছে বলে জানিয়েছেন কাঁঠালচাষিরা।   

জাহাঙ্গীর আলম নামে এক চাষি হ্যালোকে জানান, এ বছর কৃষি অফিসের সাহায্য না নিয়েও কাঁঠালের ব্যাপক ফলন হয়েছে। জেলার চাহিদা মিটিয়েও দেশের অন্য জেলাতেও এই কাঁঠাল সরবরাহ করা সম্ভব বলে তিনি মনে করেন।
 
জ্যৈষ্ঠ মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই কাঁঠাল পাকতে শুরু করবে বলেও জানান তিনি।  

কৃষি বিভাগ, কাঁঠাল ও পুষ্টি বিশেষজ্ঞ সূত্রে জানা যায়, খাদ্যমানে কাঁচা কাঠাল, পাকা কাঁঠালের মোচা ও এর বিচি, সবই খুব ভালো খাবার। এতে রয়েছে শ্বেতসার, আমিষ, ভিটামিন ও খনিজ লবণ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com