বিশ্ব পরিযায়ী পাখিদিবস পালিত

নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখিদিবস পালিত হয়েছে।
বিশ্ব পরিযায়ী পাখিদিবস পালিত

বুধবার বিশ্ব পরিযায়ী এ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন নানান কর্মসূচির আয়োজন করে।

পরিযায়ী পাখির নিরাপত্তা নিশ্চিতে জনসাধারণকে সচেতন করতে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসার নেতৃত্বে শোভাযাত্রা করা হয়।

পরে সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা আবুল হাসেম।

প্রধান আলোচক তার বক্তব্যে পরিযায়ী পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘পরিযায়ী পাখি দেখে যেমন মানুষের মনের খোরাক পূরণ হয়, তেমনি প্রকৃতিতে ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখি রাখে অপরিসীম ভূমিকা।

‘অথচ কিছু অসাধু পাখি শিকারী পাখি শিকার করে চলছে। আর তাই আমাদের এসব পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে।’

পরিযায়ী পাখির নিরাপত্তায় জনসচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে গোটা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com