বিদ্যালয়ে সততা শেখাতে 'বাক্স'

বিদ্যালয়ে সততা শেখাতে 'বাক্স'

মৌলভীবাজারের একটি প্রাথমিক বিদ্যালয়ে সততা শেখাতে চালু হয়েছে ‘লস্ট এন্ড ফাউন্ড বক্স’।

জেলার কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক স্কুল থেকে জানা যায়,  শিক্ষার্থীরা অন্যের কোন জিনিস পেলে এই বাক্সে জমা রাখবে।

আফিফ নামে এক শিক্ষার্থী হ্যালোকে বলে, ‘স্কুল সমাবেশে বাক্সটির ব্যাপারে শিক্ষকরা আমাদের জানিয়েছিলেন। এটি আমাদের সৎ মানুষ হতে শেখাবে।’

শিক্ষার্থী মোহনা বলে, ‘আমি শ্রেণি কক্ষে কুড়ি টাকা কুড়িয়ে পেয়েছিলাম। সেটা বাক্সে জমা দিয়েছিলাম। পুরস্কার হিসেবে শিক্ষক আমাকে একটি স্মাইলি কার্ড দেন। 

‘কার্ডটি পেয়ে আমার খুবই ভাল লাগছে।’  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগে। বক্সটি স্থাপন করে আমরা আশানুরূপ ফলও পেয়েছি।’

এই রকম একটি করে যাদুর বাক্স সব স্কুলে থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এই উদ্যোগে শিশুরা পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষাও পাবে, মানুষ হতে সেটা খুব জরুরি, এমন মত প্রকাশ করেন অভিভাবকরাও। 

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান বিদ্যালয়ের এই উদ্যোগটির প্রশংসা করে বলেন, ‘এটা শিক্ষার্থীদের নীতিবান হতে সাহায্য করবে।’

উপজেলার সবকটি প্রাথমিক স্কুলে ‘লস্ট এন্ড ফাউন্ড বক্স’ খুব দ্রুত স্থাপন করা হবে বলেও তিনি জানান। 

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com