মৌলভীবাজারে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মশলা ও ফলজ বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ।
মৌলভীবাজারে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলে নাগরদোলা সাহিত্য পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে শ্রীমঙ্গল সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাজারে প্রচুর পরিমানে বিষাক্ত ফল আমরা কিনে খেয়ে থাকি। এ থেকে রক্ষা পেতে হলে বিশেষ করে গ্রাম-গঞ্জে যাদের বাড়ি এবং বাড়িতে একটু হলেও জায়গা আছে সেখানে গাছ লাগান।’ 

হলুদ, মরিচ, আদা, ধনে, তেজপাতাসহ বিভিন্ন মশলা জাতীয় গাছ এবং একই সাথে সব ধরনের ফলের গাছ রোপণ করারও অনুরোধ জানান তিনি।         

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com