সাইকেল চালিয়ে দেশ ভ্রমণ

সাইকেল চালিয়ে সারাদেশে ঘুরে দর্শনীয় স্থান দেখার সঙ্গে বাল্যবিবাহ-মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতে ঘর ছেড়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোড়গ্রামের আব্দুর রউফ।
সাইকেল চালিয়ে দেশ ভ্রমণ

তিনি বগুড়া নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকোনোলজির শিক্ষার্থী ও মোকলেছার রহমানের ছেলে।

১০ ফেব্রুয়ারি দিনাজপুরের ঘোড়ারঘাট উপজেলা থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত দিনাজপুর জেলার একশ একটি ইউনিয়ন ও ঠাকুরগাঁও জেলার ২৬টি  ইউনিয়ন ঘুরেছেন তিনি।

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবে কথা হয় আব্দুর রউফের সাথে।

তিনি জানান, সারাদেশের ইউনিয়নগুলোতে ঘুরে দর্শনীয়স্থানগলো দেখবেন। সেই সাথে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে প্রচারণা চালাবেন।

পরিবারের উৎসাহ ও নিজের ইচ্ছের কারণে এই কাজে বের হয়েছেন বলে জানান।

তিনি বলেন, “দর্শনীয়স্থানগুলোর তথ্য ও কিছু নমুনা সংগ্রহ করছি। পরে এই তথ্যগুলো দিয়ে একটা বই লেখার ইচ্ছে আছে।”

প্রত্যেকটি উপজেলায় সাইকেল নিয়ে ভ্রমণ শেষে উপজেলা নিবার্হী কমকর্তার কাছে প্রত্যয়ন পত্র নিচ্ছেন আব্দুর রউফ।

রাতে ইউনিয়ন পরিষদ বা ডাকবাংলোতে ঘুমান। আর খাবারের খরচ বাড়ি থেকে পাঠানো হয় বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com