‘আমার মাতৃভাষা আলাদা তবে বাংলাটাও আমার’

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি অঞ্চলের খাসিয়া পুঞ্জিতে একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে খাসিয়া ও গারো নৃ-গোষ্ঠীর খুদে শিক্ষার্থীরা।
‘আমার মাতৃভাষা আলাদা তবে বাংলাটাও আমার’

উপজেলার ডুলুছড়া পানপুঞ্জির এলাকাবাসীর সূত্রে জানা গেছে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা
সক্ষমতার প্রকল্পের উদ্যোগে পুঞ্জির খেলার মাঠে কলাগাছ দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে শিক্ষার্থীরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে ।

এরপর চিত্রাংকনসহ খেলাধুলা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডুলুছড়া পঞ্জির পাশের গ্রাম কুকিজুড়ী ও বেলুয়া পুঞ্জির শিক্ষার্থীসহ অভিভাবকরাও অংশগ্রহণ করেন।

জলি কাঙ্গলা নামে এক খুদে শিক্ষার্থী হ্যালোকে বলে, "আমাদের নিজস্ব মাতৃভাষা আছে। তবে বাংলা ভাষাটাও আমার নিজের ভাষার মতো।"

"ভাষা শহীদদের প্রতি নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিতে পেরে আমি গর্বিত।”

আন্ডা ব্রার্টিন নামের আরেক শিশু বলে, "প্রথম বারের মতো শহীদ মিনারে ফুল দিয়েছি। খুব ভাল
লেগেছে।"

বাবার সাথে ফুল দিতে এসেছে এনিয়েন ইয়াংশট। ও বলল, “এখানে এসে বাংলা ভাষা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। যা আগে জানতাম না।"

এ নিয়ে আয়োজকদের একজন বলেন, “এই প্রথম কুলাউড়ার খাসিয়া পুঞ্জিতে শিক্ষার্থীদের নিয়ে মাতৃভাষা দিবস পালন করা হয়। সবার অংশ গ্রহণে আমাদের এই আয়োজনটি সার্থক হয়েছে।

" এতে বাংলা ভাষা সম্পর্কে ওখানকার শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পেরেছে। আগামীতেও আয়োজন করা হবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com