চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রগুলো থেকে স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রত্যেকটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো খোলা থাকার কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্রগুলো খোলা হয় ১১টায় আর বন্ধ হয়ে যায় ২টার আগেই।

সদর উপজেলার আকচা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সকাল ১০টা ক্লিনিক খোলা হয়নি। রোগীরা লাইন দিয়ে বসে আছে ক্লিনিকের ব্রেঞ্চে। ১১ টায় ক্লিনিকের দায়িত্বে থাকা একজন এসে হাজির হলেন।

দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, “সকালে তেমন রোগী আসে না তাই দেরি করে আসি।”

এ নিয়ে হ্যালোর সঙ্গে কথা হয় আকচা ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের জমিলা আক্তার (২৫) এর সঙ্গে।

তিনি বলেন, “আমি সকাল ১০টায় ক্লিনিকে আসছি। কিন্তু এখন ১১ টা বাজে এখনও ডাক্তার আসেনি।”

তার সমস্যার কথা জানতে চাইলে তিনি বলেন, “আমার কাল রাত থেকে প্রচণ্ড মাথা ব্যাথা আর বমি। কখন ডাক্তার আসবে আর কখন ডাক্তার দেখাব।”

কুমাড়পাড়া গ্রামের বিন্দু বালা নামের এক নারী বলেন, “কাল রাত থেকে আমার ছেলের পেটে সমস্যা। সকালে থেকে এখানে বসে আছি।”

সমসের আলী নামে একজন রোগী বলেন, “আমরা বিনে পয়সায় ওষুধের আশায় এখানে আসি। কিন্তু ডাক্তাররা আমাদের ওষুধ লিখে দেন। এত টাকা কোথায় পাব।”

পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় সর্বমোট ৫০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯টি, বালিয়াডাঙ্গীতে আটটি, পীরগঞ্জে ১০টি, রানীশংকৈলে আটটি ও হরিপুর উপজেলায় পাঁচটি।

এ নিয়ে কথা হয় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সাথে। তিনি সেবা ঘাটতির কথা স্বীকার করে জানান, জনবল সঙ্কটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে জনবল বাড়ানো হলে এসব সমস্যা থাকবে না।

যেসব কেন্দ্র নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়ে যায় তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com