উপজেলা পরিষদ পুকুরে নৌকা, দুর্ঘটনার আশঙ্কা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনোদনের জন্য উপজেলা পরিষদের পুকুরে নৌকায় ভ্রমণের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ পুকুরে নৌকা, দুর্ঘটনার আশঙ্কা

তবে মাঝি না থাকায় ঘুরতে যাওয়া শিশুরাই নৌকা চালাচ্ছে। আর এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।

বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদের পুকুর পাড়ে গিয়ে দেখা যায়, পাঁচ কলেজ ছাত্রী ও দুই জন শিশু পুকুরে নৌকা চালাচ্ছে। ঐসময় নৌকাটিকে একপাশে হেলে যেতেও দেখা যায়।

নৌকায় ভ্রমণ করা কলেজছাত্রীরা জানায়, কলেজ শেষে একটু মজা করতেই ঘুরতে এসেছিল তারা। আর পুকুর পাড়ে নৌকা দেখেই দৌড়ে গিয়ে নৌকায় উঠে।

এসময় এক শিশু তাদের নিয়ে নৌকা চালিয়ে পুকুরে ঘুরায়। সাঁতার জানো কি না এমন প্রশ্নে তারা জানায়, সাঁতার জানা নেই।

পীরগঞ্জ পৌরশহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "উপজেলা প্রশাসন বিনোদনের জন্য নৌকার ব্যবস্থা করেছে, এটি ভালো উদ্যোগ। তবে নৌকা চালানোর জন্য একজন মাঝি রাখা একান্ত জরুরি।"

নৌকাটি পুকুরে উন্মুক্ত রাখায় যেকোনো বয়সীরা এটি নিজেই চালাচ্ছেন বলে জানান মুনসুর আলী নামে আরেক বাসিন্দা।

তিনি বলেন, "শিক্ষার্থীরাই নৌকা চালাচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য প্রশাসনের উচিৎ মাঝি রাখা।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, "এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। কিছু শিক্ষার্থী প্রশাসনের লোকজনের চোখ ফাঁকি দিয়ে মনে হয় চালিয়েছে। এ বিষয়ে এখন থেকে সজাগ থাকব।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com