'বই হাতে পেয়ে গন্ধ নিয়েছি'

নতুন বছরে বিনামূল্যে নতুন বই পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা।
'বই হাতে পেয়ে গন্ধ নিয়েছি'

সারাদেশের মতো রোববার সকাল ১০টায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নতুন বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরাও।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী মীম আকতার বলে, "আজকে সন্ধ্যা থেকেই নতুন বই পড়া শুরু করব। নতুন শ্রেণিতে উঠে নতুন বই পড়ার আনন্দই অন্যরকম।"

শিক্ষার্থী শুভ ইসলাম বলে, "নতুন বই হাতে পেয়ে প্রথমেই বইয়ের গন্ধ নিয়েছি। নতুন বইয়ে একধরনের গন্ধ থাকে। ভালো লাগে।"

নতুন বই নিয়ে নিয়মত পড়ালেখা শুরু করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম।

তিনি বলেন, "নতুন বই তো পেলে, এখন নিয়মিত স্কুলে আসতে হবে। ভালোভাবে পড়াশোনা করতে হবে। "শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে গল্প ও কবিতার বই পড়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, "পত্রিকা পড়লে নতুন নতুন শব্দের সাথে যেমন পরিচিত হবে তেমনি বানানও শুদ্ধ হবে।"

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় প্রাথমিক স্তরে এক লক্ষ ৬০ হাজার পাঁচশ ৭০টি বই, এবতেদায়ী স্তরে ২১ হাজার আটশ ৫০টি বই, দাখিল স্তরে ৪৮ হাজার নয়শ ৫০টি বই, মাধ্যমিক স্তরে তিন লক্ষ তিনশ ৫০টি বই বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রামে প্রাথমিক, দাখিল ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। জেলায় ৫২ লক্ষ ১০ হাজার আটশ ৭৯টি বই বিতরণ করা হয়।

রোববার সকালে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে  মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

রাজশাহীর বাঘা উচ্চবিদ্যায়ও আয়োজন করেছে পাঠ্যপুস্তক উৎসব। 

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘা উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ানের সভাপতিত্বে এই উৎসব হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com