শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী

সারাদেশের মতো দিনাজপুর জেলার পার্বতীপুরেও রোববার থেকে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

পার্বতীপুর উপজেলায় ২৩টি কেন্দ্রে সাত হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে বালক তিন হাজার ৬৮৫ জন, বালিকা চার হাজার চার জন।

২৩টি কেন্দ্রের মধ্যে ২০টিতে অংশ নেয়া ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৬৮২ জন। বালক ৪৪০ জন ও বালিকা ২৪২ জন।

বাকি তিনটি কেন্দ্রে ইবতেদায়ীর কোন পরীক্ষার্থী নেই বলে জানান সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ কে এম আজিজুল ইসলাম।

পরীক্ষার শুরুতেই স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন উপসচিব নেছার উদ্দীন আহমেদ।

পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ভাবে চলছে বলে জানান বিভিন্ন কেন্দ্রের সচিবগণ। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান।

প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয় নি।

সমাপনী পরীক্ষা উপলক্ষে গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ০২-৯৫১৫৯৭৭, ০২-৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯-০৮৮৭১৯ এবং ০১৭১২-৪১৩১০০ নম্বরে নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে পরীক্ষা সম্পর্কিত যে কোনো তথ্য জানা যাবে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে আর ইবতেদায়িতে প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।

প্রাথমিকের সময়সূচি-২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত।

ইবতেদায়ির সময়সূচি-২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ, ২৭ নভেম্বর গণিত।

দেশে প্রায় সাত হাজার কেন্দ্রে অংশ নিচ্ছে ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com