মাঠে পানি, বন্ধ সমাবেশ

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সরেজমিনে দেখা যায়, কয়েকদিনের বৃষ্টিতে মাঠে হাঁটু পানি জমে গেছে। স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহসিন বলে, "মাঠে পানি থাকায় বিদ্যালয় যেতে অনেক কষ্ট হয়। ভয় লাগে কখন যে পিছলে যাই।" 

মাঠে পানি থাকলে খেলতে পারে না অভিযোগ করে তৃতীয় শ্রেণির সূচনা।

এছাড়া সমাবেশও করা হয় না বলে জানায় অনেক শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, এ সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও বরাদ্দের অভাবে পানি নিষ্কাশনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উল ইসলাম বলেন, স্কুল কতৃপক্ষ বিষয়টি জানিয়েছে।  দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com