ঝুঁকিপূর্ণ কাজ ছেড়ে দেওয়ায় মিলল সহায়তা

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ কাজ ছেড়ে স্কুলে ভর্তি হওয়ায় ১০ শিশুকে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করেছে চাইল্ড লেবার এলিমিনেশন এ্যাকশন ফর রিয়াল চেঞ্জ ইন আরবান স্লাম এরিয়া'স।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও মিউনিসিপালিটি অফ নর্থ ওয়ের্স্টান ইএসডিও ক্লিয়ার প্রোজেক্টের ত্রৈমাসিক জেলা উপদেষ্টা কমিটির এক সভায় এই সহায়তা দেওয়া হয়।

সভায় বক্তারা পৌর এলাকার শিশু শ্রম রোধ ও ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে সচেতন হতে বক্তব্য দেন।

সুবিধাভোগী আসমা বলে, "আমি গরীব পরিবারের মেয়ে। পড়ালেখার সুযোগ পাইনি। পাঁচ বছর বয়স থেকে মানুষের বাসায় কাজ করি।

"এই প্রোজেক্ট আমাকে সেলাইয়ের কাজ শিখিয়েছে। টাকাও আয় করছি পড়ালেখাও করছি। আমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছি।"

রাজা নামের আরেক শিশু শ্রমজীবী বলেন, "আমি আগে গ্যারেজে কাজ করতাম। এখন সপ্তম শ্রেণিতে পড়ছি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com