দেড় যুগ পরে নৌকাবাইচ

প্রায় ৩৫ বছর পর বগুড়ায় হয়ে গেল নৌকাবাইচ।

“নদী বাঁচাও করতোয়া বাঁচাও” ধ্বনিতে করতোয়া নদীতে শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচের আয়োজন করা হয়।

উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বেজোড়ার ষষ্ঠীতলা থেকে শুরু হয়ে ভাটকান্দির শেষ সীমানা ডেফলতলা পর্যন্ত এই নৌকাবাইচ হয়।

নৌকাবাইচ দেখতে করতোয়া নদীর দুপাশে হাজার মানুষ ভিড় করে। পাশাপাশি হরেক রকম খেলনা,খাবারের দোকানে এলাকা মেলার মতো জমজমাট হয়ে ওঠে।

নৌকাবাইচ দেখতে আসা আকরাম নামের এক শিশু জানায়, এটি তার জীবনে প্রথম নৌকাবাইচ দেখা। তবে ওর দাদু জানান, এই করতোয়া নদীতে আগে অন্যজেলা থেকে নৌকা করে  যাত্রী ও মালামাল নিয়ে বড় বড় নৌকা ভিড়ত। কিন্তু সেই নদী এখন মরা খাল আর আবর্জনার স্তুপে পরিণত হয়েছে।

এই নৌকাবাইচের মাধ্যমে নদীরক্ষার যে উদ্যোগ শুরু হয়েছে তা যেন থমকে না যায় এই প্রত্যাশা নগরবাসীর।

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়ার বেজোড়া যুব উন্নয়ন সংঘ অনুষ্ঠানটি আয়োজন করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com