পাকা রাস্তা বিলীন হচ্ছে নদীতে

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের স্লুইজ বাজার সংলগ্ন পাকা রাস্তাটি নদীর ভাঙনে বিলীন হতে বসেছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের উত্তর দিকে অনেকখানি রাস্তা ভেঙে গেছে। এতে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা।

রাস্তাটি সম্পূর্ণ বিলীন হয়ে গেলে হাজার হাজার ঘরবাড়ি ও কয়েক লক্ষ টাকার কৃষি জমি নষ্ট হয়ে যাবে বলে ধারণা করছে এলাকাবাসী। রাস্তাটি বিলীন হয়ে গেলে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা সম্পূর্ণ ডুবে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

নদী ভাঙনের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে রাস্তার উপর থাকা দোকানদার ও গাড়ি চালকরা।

ভুক্তভোগী দোকান মালিক ইমরান হোসেন বলেন, "ব্যবসা করে খাই, রাস্তাটি বিলীন হলে দোকানসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হবে।"

এই রাস্তাতেই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে ফেরদাউস।

তিনি বলেন, "গাড়ি চালাইতে সমস্যা হয়, এদিকের গাড়ি ঐদিকে যাইতে পারে না এবং ঐদিকের গাড়ি এদিকে আসতে পারে না।"

এ সম্পর্কে জানতে চাইলে দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন বলেন, "গত মাসে জেলা প্রশাসকের মাসিক সভায় নদী ভাঙনের বিষয়টি উত্থাপন করেছি। সভায় পটুয়াখালীর এলজিইডি নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন। তিনি বলেছেন ব্যবস্থা নেবেন।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com