বর্ণালীর জয়

গ্লোবাল আর্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০১৬ পুরস্কার পেয়েছে বাগেরহাটের শিশু শিক্ষার্থী বর্ণালী বাগচী।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বিভিন্ন দেশের দারিদ্র্যপীড়িত শিশুদের নিয়ে ২০১৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

বিশ্বের ১৪টি দেশের সেরা পাঁচটি করে ছবি এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৪টি দেশের সেরা ৭০টি ছবির মধ্যে আটটি চ্যাম্পিয়ন হয়। এর মধ্যেই একটি ছবি বর্ণালীর আঁকা।

বাগেরহাট শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের মায়ারখালী গ্রামের মেয়ে বর্ণালী। ও কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

মা বাবার পাশাপাশি বর্ণালীর এই অর্জনে খুশি সহপাঠি ও স্কুলের শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরামন মন্ডল বলেন, "নিজের আগ্রহ থেকে সে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। স্কুলের শিক্ষকরা বর্ণালীর এই বিজয়ে গর্বিত। বর্ণালী শুধু স্কুলের গর্ব না সে দেশের গর্ব।"

বর্ণালীর এক সহপাঠী বলে, "গ্রামে থেকেও যে আমরা পিছিয়ে নেই বর্ণালী সেটাই প্রমাণ করল।"

আন্তর্জাতিক এ পুরস্কার পাওয়া বর্ণালী বড় হয়ে চিত্রশিল্পী হতে চায়।

বর্ণালীর মা বলেন, "আমার মেয়ের অর্জনে আমরা খুব খুশি।"

বুধবার কলকলিয়া বর্ণালীর হাতে একশ ডলার সমপরিমাণ পুরস্কার ও সনদপত্র তুলে দেন ডব্লিউএফপি ও শিক্ষা কর্মকর্তারা। পরে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আরও দুশো ডলারের সমপরিমাণের অর্থ তুলে দেন বলে জানান, জেলা শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার।

শিক্ষার্থীরা যাতে পড়ালেখার পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেজন্য মা বাবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com