ব্যস্ততা বেড়েছে কামার পাড়ায়

ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কামারপাড়ায়।

বুধবার কামারপাড়া ঘুরে দেখা যায়, দা, বটি, চাকুসহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার। আগুনে লোহা পুড়িয়ে তা হাতুড়ি দিয়ে পিটিয়ে বানানো হচ্ছে ধারালো সব যন্ত্রপাতি।

লোহার তৈরি এসব সরঞ্জাম অনেক বিক্রেতা পাইকারি দামে কিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছেন।

পীরগঞ্জ কলেজ বাজার এলাকায় ছোট-বড় দা, বটি, চাকুসহ বিভিন্ন আকারের লোহার তৈরি পণ্যের পসরা নিয়ে বসেছেন কামার পুলিন চন্দ্র রায়।

পুলিন চন্দ্র বলেন, "ঈদ উপলক্ষে আগে-ভাগেই অনেকে দা, বটি, চাকু কিনছেন। গতবারের তুলনায় বিক্রি ভালোই হচ্ছে।"

কলেজ বাজারের কামারপাড়ার খোরশেদ আলী বলেন, "প্রতিবারের মতো এবারও ঈদের আগে আমাদের ব্যস্ততা বেড়ে গেছে। ঈদের আগের রাত পর্যন্ত এই ব্যস্ততা থাকবে।"

গতবারের তুলনায় পণ্য প্রতি ১০-২০টাকা দাম বেড়েছে বলে জানান মুক্তার হোসেন নামের আরেক কামার।

তিনি বলেন, "যেমন লোহা-তেমন দাম। লোহা ভালো হলে দামও একটু বেশি।"

ওজন ও আকারের ওপর ভিত্তি করে বিভিন্ন দামে ছুরি, দা, বটি বিক্রি করা হচ্ছে। দা কেজি প্রতি চারশ ৬০ টাকা, ছুরি আকার ভেদে ৬০ থেকে দুশো টাকা, বটি আড়াই শ টাকা থেকে পাঁচশ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, দা, ছুরি মেরামতের জন্য লাগছে ৫০ থেকে ১০০ টাকা।

বর্তমানে ক্রেতারা নতুন জিনিস কিনছেন জানিয়ে তিনি বলেন, ঈদের তিন-চারদিন আগে পুরাতন জিনিসগুলো মেরামতের জন্য ভিড় বেশি হবে।

দা, ছুরি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, "ঈদের আগেই এসব জিনিস কিনে রাখছি। কোরবানিতে যেহেতু কাজে লাগবেই।"

তবে গতবারের তুলনায় দাম কিছুটা বেশি মনে হচ্ছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com