পাখি বাঁচাতে গাছে কলসি

পাখি রক্ষার্থে গাছে গাছে কলসি বেঁধে পাখির বাসা বানিয়ে দিচ্ছে নীলফামারীর কয়েক জন তরুণ।

তারা এই কর্মকাণ্ড পরিচালনার জন্য ‘সেতুবন্ধন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন খুলেছেন। নিজেদের অর্থায়নে নীলফামারীর সৈয়দপুর জুড়ে তারা কাজ করছেন।

সম্প্রতি সংগঠনটির আহব্বায়ক আলমগীর হোসেনের সাথে কথা হয় হ্যালোর।

তিনি বলেন, "গাছ কাটা হচ্ছে প্রচুর। পাখিদের থাকার জায়গা তেমন নেই। এতে বংশবিস্তারও হচ্ছে না। ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

"পরিবেশের ভারসাম্য ও পাখি বাঁচাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

তাদের কাজে খুশি হয়ে এলাকার অনেকেই এগিয়ে এসেছেন বলে জানান তিনি।

স্থানীয় প্রানিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা শাহজালাল খন্দকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা যে কাজ করছে তা প্রশংসারযোগ্য। সরকারি ও বেসরকারি পর্যায়ে এমন উদ্দ্যেগ অনস্বীকার্য।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com