হ্যালোতে সংবাদ: জান্নাতুনের পাশে মুক্তিযোদ্ধা

হ্যালোতে সংবাদ প্রকাশের পর একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেল ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস।

ঢাকা থেকে 'মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও' গ্রন্থের লেখক এমদাদুল হক সংবাদটি পড়ার পর এ সাহায্য পাঠিয়েছেন।

রোববার দুপুরে জেলা শিক্ষা অফিসার মো. শাহিন আলম তার কার্যালয়ে জান্নাতুন ফেরদৌসের হাতে এ টাকা তুলে দেন।

এর আগে জান্নাতুনের সংবাদ প্রকাশের পর একটি সমাজ সেবামূলক সংগঠন জান্নাতুন ফেরদৌসের হাতে একাদশ-দ্বাদশ শ্রেণির বই ও নগদ টাকা তুলে দেন।

‘আঁধারে অদম্য স্বপ্ন’শিরোনামে ১৮ মে হ্যালোতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

জান্নাতুনের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর ঈদগাহপাড়ায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় জান্নাতুন।

মা আনোয়ারা বেগম বলেন, "আমার মেয়ে লেখাপাড়ার জন্য যারা সাহায্য করেছেন আমি তাদের কাছে ঋণী।"

এ বিষয়ে জান্নাতুন ফেরদৌস হ্যালোকে বলে, "আমার স্বপ্ন, চিকিৎসক হব।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com