বর্ষা এলেই পানির নিচে কালভার্ট

রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া ষষ্ঠিতলা থেকে জোতসায়েস্তার মাঝখানের খালের উপর নির্মিত সাঁকো বর্ষাকাল আসলেই পানির নিচে তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সাঁকোটি খালের দক্ষিণ পাড় থেকে দেড় হাত নিচে তৈরি।

নিচুতে তৈরি হওয়ায় প্রতি বছর এটি পানির নিচে তলিয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, "হাঁটু পানিতে ভিজে খাল পার হতে হয়। এ বড় কষ্টের ব্যাপার।"

মমতা বেগম নামের আরেক বাসিন্দা জানান, এই অবস্থায় ছেলেকে স্কুলে পাঠাতে ভয় পান।

এই বিষয়ে কথা হয় দৃষ্টি প্রতিবন্ধি ভ্যাগোল আলীর সঙ্গে।

তিনি বলেন, "আমি এমনিতেই অন্ধ। সাঁকো পানির নিচে, এখন আর পার হতে পারি না।"

জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে জরিনা বেগম নামের আরেক বাসিন্দা বলেন, "আমাদের কষ্ট দেখার কেউ নেই।"

এ ব্যাপারে জানতে চাইলে বাঘা পৌরসভার মেয়র মো. আক্কাস আলী জানান, সাঁকোটির ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com