বৃষ্টিতে চলাচলের অযোগ্য রাস্তা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ের বিল ঝলমল গ্রাম থেকে চিত্রবিশ্রাম গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সম্প্রতি বৃষ্টির পানিতে কাঁচা রাস্তা চষা ক্ষেতের মতো হয়ে গেছে। মাঝে মাঝে বড় বড় গর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটি।

বিল ঝলমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়েক আলি জানান, বৃষ্টির মৌসুমে এ পথে চলাচল খুব কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় ছোট শিক্ষার্থীদের।

এজন্য স্কুলে উপস্থিতি কমে যায় বলে জানান তিনি।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র শান্ত মিয়া বলে, "রাস্তায় কাদা হয় বলে স্কুলে যেতে অনেক সমস্যা হয়।"

হাজী আব্দুর রহমান আব্দুর করিম ডিগ্রি কলেজে ছাত্র চলন বলেন, "রাস্তার কারণে কলেজে যেতে অনেক কষ্ট হয়। কাদা থাকে বলে সাইকেল নিয়ে যেতে পারি না।" 

এই রাস্তায় ভ্যান চালান ইমরান মোল্লা।

তিনি বলেন, "কাদার ভেতর দিয়ে ভ্যান চালানো খুব কষ্ট। প্রায়ই দুর্ঘটনা ঘটে।"

এলাকাবাসীর কথা ভেবে খুব তাড়াতাড়ি রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয় সুমন মিয়া।

এই ব্যাপারে দীঘা ইউপি সদস্য মো. সবুর মোল্লার সঙ্গে কথা হলে তিনি বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।"

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com