হাতে পায়ে গোটা: চিকিৎসার জন্য ঢাকায় আসছে রিপন

হাত-পায়ে গোটা নিয়ে অসুস্থতায় ভোগা শিশু রিপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে।

এ বিষয়ে হ্যালোতে একটি সংবাদ প্রকাশের পর তাকে সাহায্যের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির জন্য শনিবার রাতে ঠাকুরগাঁও ছেড়েছেন তার বাবা মহেন্দ্র রায় ও মা গোলাপী রাণী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, "রিপনকে জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখান থেকে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে।"

রিপনের এই অসুখ নিয়ে প্রতিবেদন করায় হ্যালোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিপনের বাবা মহেন্দ্র রায় বলেন, "সংবাদ প্রকাশের পর অনেকেই সাহায্য করার জন্য আমার বাড়িতে এসেছেন।  

"এখন প্রশাসনের সাহায্যে রিপনকে ঢাকায় নিয়ে যাচ্ছি। আমার ছেলে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এখন সেই কামনাই করি।"

তাকে ঢাকায় চিকিৎসার বন্দোবস্ত করার খবরে রিপন হ্যালোকে বলে, "এই রোগের জন্য কেউ আমার সঙ্গে খেলে না। ভয় পায় আমাকে। রোগ সেরে গেলে আমি সবার সঙ্গে খেলতে পারব।  

"নিজের হাতে খেতে পারব, রোজ স্কুলে যেতে পারব।"

ঢাকায় পাঠানোর আগে গত সপ্তাহে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হয়। এরপর ঢাকা মেডিকেলে ভর্তির জন্য ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. খায়রুল কবির রিপনকে প্রত্যয়ন পত্র দেন।   

এছাড়াও জেলা প্রশাসন রিপনের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়।  

গত ১০ ও ১২ অগাস্ট শিশু রিপনের বিষয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পর প্রশাসন তার চিকিৎসায় এগিয়ে আসে।

শিশু রিপনের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেটগাঁও গ্রামে।

তার পরিবার জানায়, জন্মের তিন মাস পর থেকেই এই রোগ দেখা দেয়। বয়স সাত বছর হয়ে গেলেও সুস্থ করতে পারেননি স্থানীয় চিকিৎসকরা।

আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসাও করাতে পারেননি জুতা সেলাই করে সংসার চালানো মহেন্দ্র রায়।

কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র রিপন তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com