গানে গানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

‘স্বদেশ ভাবনায় গড়ে তুলি মানবিক বাংলাদেশ' এই শিরোনামে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সাংস্কৃতিক সমাবেশ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় ঠাকুরগাঁও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সমাবেশ করা হয়।

জাতীয় সঙ্গীত গেয়ে এ সাংস্কৃতিক সমাবেশের শুরু হয়ে দেশাত্মবোধক গান ও কবিতা পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

সমাবেশে জেলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মোস্তাক আলম টুলু বলেন, "সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে ও সৃজনশীলতার চর্চার মাধ্যমেই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাঙালির সংস্কৃতির এই দেশে একাত্তরের পরাজিত স্বাধীনতা বিরোধীরাই আজ আবার দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

এজন্য সর্বস্তরের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

"জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ" এই ধ্বনি দিয়ে ফেনী বাংলাদেশ শিক্ষক সমিতিও মানববন্ধন করেছেন।

শনিবার দাগণভূঞা উপজেলার উদ্যোগে বেলা বারোটায় এই মানববন্ধন হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com