শিশুরাও মেতেছে কৃষি মেলায়  

শিশু শিক্ষার্থীদের পচারণায় মুখর হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা।

'অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান' এ ধ্বনি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে চারদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

সোমবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, শিশুরা দল বেঁধে মেলায় প্রদর্শিত কৃষি প্রযুক্তি সরঞ্জাম ও বিভিন্ন ফুল-ফলের গাছ দেখছে। এদের অনেকেই স্কুল শেষে আবার কেউ কেউ বাবা-মায়ের সাথে এসেছে।

মেলায় ঘুরতে আসা কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে কথা হয় হ্যালোর।

টিফিনের জমানো টাকা দিয়ে মেলা থেকে লাল পেয়ারা গাছের দুটি চারা কিনেছে নবম শ্রেণির শিক্ষার্থী মেহেদী ইসলাম।

 ও জানায়, গত বছর এই মেলা থেকেই লেবু গাছের চারা কিনেছিল। আর এবার লাল পেয়ারার চারা কিনেছে।

"গাছ লাগাতে আমার খুব ভালো লাগে।"

তৃতীয় শ্রেণি পড়ুয়া মুবতাসিম রশিদ সৌমিক এসেছিল শিশু শ্রেণিতে পড়া ছোট ভাই রুবায়েতকে সঙ্গে নিয়ে।

ও জানায়, বাড়ির পাশেই তো। তাই একাই ছোট ভাইকে নিয়ে ঘুরতে এসেছি। তবে বাবাকে সঙ্গে নিয়ে এসে গোলাপ গাছ কিনে নিয়ে যাবে তারা।

মনিষা, খুশি, শিরিন এই তিন বান্ধবীও স্কুল ছুটি শেষে মেলায় ঘুরতে এসেছে।

মেলায় ঘুরে তারা টাঙ্গন নদীতে রাবার ড্যাম, বরেন্দ্র গভীর নলকুপসহ বিভিন্ন নতুন নতুন ফুল ও ফলের গাছ দেখেছে।

উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, "দেশ প্রেমের চেতনায় আগামী তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। দেশে বাস করতে হলে অবশ্যই দেশকে ভালোবাসতে হবে।"

তরুণ প্রজন্মকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com