সিউলে ইন্টারন্যাশনাল স্পেস ক্যাম্পে বাংলাদেশি দল

দক্ষিণ কোরিয়ার দাইজং ও সিউল ২০১৬ ইন্টারন্যাশনাল স্পেস ক্যাম্প শেষ হল।

সোমবার শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার মহাকাশ গবেষণা সংস্থা কোরিয়া এ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট, দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান-প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা মন্ত্রণালায়ের যৌথ প্রযোজনায় করা হয়।

বিশ্বের ৭৬ জন শিক্ষার্থী ও শিক্ষক এতে অংশ নিয়েছিলেন।

এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার এক মাত্র দেশ হিসেবে বাংলাদেশ অংশ নেয়। ছয় সদস্যের বাংলাদেশ দলে পাঁচজন শিক্ষার্থী ও একজন শিক্ষক অংশ নিয়েছিলেন।

বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন, শিক্ষক এনামুল হকের নেতৃত্বে মনন মাহমুদ, শেখ শরফুদ্দিন রেজা আলী চৌধুরী, ফারদীম মুনির, সাদ বিন্ হাসান সিয়াম এবং রাইম রূবায়েত।

মনন মাহমুদ বলে, “এই ক্যাম্প আমাদের মহাকাশের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

“শুধু তাই নয়, এই ধরনের ক্যাম্প বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর মধ্যে ভাল সম্পর্কও তৈরি করে”।

প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় সমন্বয়ক ছিলেন বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার।

অনুষ্ঠানটি শুক্রবার শেষ হয়।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com