উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ায় শিক্ষকের সাজা

ভোলায় ভুয়া রশিদে উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার দায়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও দুই শিক্ষককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আ. কুদ্দুস এ আদালত পরিচালনা করেন।

এরা হলেন ২নং খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর, শিক্ষক আকতার হোসেন ও কবির হোসন।

রায়ে দুই শিক্ষককে সাতদিনের জেল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যকে এক বছরের সাজা দেওয়া হয়।

ইউএনও বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে বিকেলে খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিযান চালানো হয়।

এসময় ওই তিনজনের বিরুদ্ধে ভুয়া রশিদে উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়।

এই ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসনকে একাধিক বার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com