আউশ ছেড়ে আমনে ঝুঁকছেন কৃষক

নওগাঁর সাপাহার উপজেলায় বৃষ্টির অভাবে আউশ ধান চাষে ব্যর্থ হয়ে কৃষকরা আমন চাষের দিকে ঝুঁকছেন।

বৃষ্টি না থাকায় বিভিন্ন পুকুর, ডোবা থেকে পানি সেচে কোনো রকমে আমনের বীজতলা তৈরি করছেন তারা।

সম্প্রতি উপজেলার পিছলডাঙ্গা গ্রামের কৃষক আ. হাকিম, সোহেল, দেলোয়ার হোসেনসহ বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে হ্যালো।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আউশ আবাদে তারা বৃষ্টির জন্য অপেক্ষা করেছেন। কিন্তু আউশ চাষের সময় পার হয়ে গেলেও ভারি বৃষ্টির দেখা পাননি। তাই বাধ্য হয়ে এখন আমন চাষে ঝুঁকেছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে এ বছর উপজেলায় ১৬ হাজার পাঁচশ হেক্টর জমিতে উফসিসহ বিভিন্ন জাতের আমন চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

বরেন্দ্র এ অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের মতো এবারেও আমনের বাম্পার ফলন হবে বলে কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com