ঝড়ে ভেঙেছে স্কুল, মেরামত হয়নি ২৬ দিনেও

ঝড়ে ভেঙে যাওয়ার পর ২৬ দিন পেরিয়ে গেলেও মেরামত করা হয়নি রাজশাহীর একটি মাধ্যমিক স্কুল।

সম্প্রতি বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের কক্ষগুলোর চাল নেই। মেঝেতে জল জমে আছে। এর মধ্যেই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণি পড়ুয়া নাজমুল ইসলাম হ্যালোকে বলে, "এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হয়। চাল নেই বলে বৃষ্টিতে ক্লাস হয় না।"

ওই বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে আদুরী খাতুন।

ও বলে, "আমাদের রুমের মেঝে পাকা করা না। তাই বৃষ্টি হলে কাদা হয়ে যায়।"

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝড়ের সময় গ্রীষ্মকালীন ছুটি চলছিল। ক্লাস শুরু হওয়ার পর শিক্ষার্থীরা মিলে চালগুলো কিছুটা ঠিক করেছে। কিন্তু পুরোটা মেরামত করা হয়নি।

প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন বলেন, "প্রতি বছরই বর্ষাকালে আমাদের এই সমস্যায় পড়তে হয়।

"এমপিও ভুক্ত না হওয়ায় বিদ্যালয়ের উন্নয়নে তেমন সহায়তা পাই না।"

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মোকিম বলেন, "এ বিষয়টি আমার জানা ছিল না।"

তবে খুব দ্রুত তিনি বিষয়টি ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ে জানাবেন বলে আশ্বাস দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com