শিশু অধিকার রক্ষায় নেটওয়ার্ক

শিশুদের অধিকার রক্ষায় জাতীয় গণমাধ্যমগুলোর ২০ জন শিশু বিষয়ক সাংবাদিক নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ নেটওয়ার্ক।

মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে এ নেটওয়ার্ক গঠন করা হয়।

প্রাথমিক পর্যায়ে রাজধানী ঢাকাতেই কাজ করবে নেটওয়ার্কটি। ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে শিশুদের উন্নয়ন এবং অধিকার নিয়ে প্রতিবেদন তৈরি করবেন তারা।

কর্মসূচিতে বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক তানজিম আনোয়ার এ নেটওয়ার্ক কী কী কাজ করবে তার পরিকল্পনা তুলে ধরেন।

অস্ট্রেলিয়ান এইড, ওয়ার্ল্ড ভিশন ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটির সহায়তায় বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) নতুন ওয়েব পোর্টালের উদ্যোগে এ নেটওয়ার্ক গঠন করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com