তরমুজে লাভ কৃষকের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তরমুজের চাষ করে লাভবান হয়েছেন কৃষক। এর মধ্যেই ক্ষেত থেকে তরমুজ তুলে বেচতে শুরু করেছেন চাষিরা।

স্থানীয় চাহিদা মিটিয়ে তরমুজ সরবরাহ করা হচ্ছে ঢাকা, কুষ্টিয়াসহ অন্য এলাকার পাইকারি ও খুচরা বাজারে।

উন্নতজাতের তরমুজের বীজ বপন করায় গত বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন অনেক বেড়েছে বলে জানা গেছে।

গত বছর তরমুজের দাম ভালো না পেলেও এ বছর লাভও হচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার বিভিন্ন গ্রামে ৩০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এর মধ্যে ভোমরাদহ, দৌলতপুর, সেনগাঁও ইউনিয়নের কৃষকরা বেশি তরমুজ চাষ করেছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নত জাতের বীজ, রাসায়নিক সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় প্রথম পর্যায়ে তরমুজ চাষে কিছুটা হিমশিম খেতে হয়েছে কৃষকদের। তবে আবহাওয়া ভাল থাকায় এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। আর দামও ভালো পাচ্ছেন কৃষকরা।

উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মিলন বাজার গ্রামের তরমুজ চাষি মোবারক আলী জানান, সাড়ে তিন বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। আর তরমুজ বিক্রি করলেন ৮০ হাজার টাকায়।

প্রায় একই রকম কথা জানান সেনগাঁও, দৌলতপুর, সেনুয়া গ্রামের তরমুজ চাষিরা।

তরমুজ চাষি একরামুল হক জানান, উপজেলার মানুষের চাহিদা পূরণ করে পীরগঞ্জের তরমুজ দেশের বিভিন্ন জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পীরগঞ্জ উপজেলার আবহাওয়া ও মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। কিন্তু শীতের কারণে প্রথম ধাপে চাষিরা তরমুজের বীজ বপন করতে পারে না। এজন্য একটু দেরিতে ফলন হয়। দামও কম পান।

তবে এ বছর ফলন ও দাম দুটিই ভালো বলে জানান এই কৃষি কর্মকর্তা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com