রোবোলুশন ২০১৬'র সমাপনী

মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের রোবটিক্স প্রতিযোগিতা রোবোলুশন-২০১৬ শেষ হয়েছে।

মিরপুর সেনানিবাসের রোবটিক্স ক্লাব শনিবার এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এ রকম সময়োপযোগী অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বাস্তব জীবনে প্রযুক্তিগত বিদ্যা প্রয়োগের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল।

প্রতিযোগিতায় রোবো ফাইট, প্রোজেক্ট প্রদর্শনী, লাইন ফলোয়ার চ্যালেঞ্জ, কোয়ার্ট কপ্টার চ্যালেঞ্জ ও রুবিক কিউবসহ অনেক বিষয় ছিল।

আয়োজনের ব্যাপারে এমআইএসটি রোবটিক্স ক্লাবের সামিন রহমান হ্যালোকে বলেন, "আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল সব বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠানকে এক সাথে নিয়ে রোবটিক্সকে এগিয়ে নিয়ে যাওয়া।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com