শিক্ষক সংকটঃ অতিথি শিক্ষকের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা

শিক্ষক কম থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক সরকারি বিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এতে অভিভাবকদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, অতিথি শিক্ষকদের বেতন দেওয়ার নামে বিদ্যালয়ের অন্য ফি ছাড়াও বাৎসরিক অতিরিক্ত ৫০০ টাকা দিতে হচ্ছে।

তিনি বলেন, "আমার পরিবারের জন্য এই অতিরিক্ত টাকা জোগাড় খুব কষ্টকর।"

স্থানীয় আরেক অভিভাবক বলেন, "মনে করেছিলাম সরকারি বিদ্যালয়ে মেয়েটাকে ভর্তি করলে টাকা কম লাগবে। কিন্তু এখানে তো সব উল্টো।"

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকের ১৩টি পদের মধ্যে ছয়টি পদই শূন্য আছে। মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করলেও শিক্ষকের পদ পূরণ হয়নি।

অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম বলেন, "দুই জন অতিথি শিক্ষক, একজন নৈশ প্রহরী ও একজন আয়ার জন্য এই টাকা নেওয়া হচ্ছে।"

এই টাকা নেওয়ায় সরকারি কোনো অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ডিজির মৌখিক অনুমতিতে এ টাকা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন বলেন, যদিও টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। তবে অতিথি শিক্ষকদের বেতন দেওয়ার জন্যই তারা নিচ্ছে।

তিনি বলেন, "বিষয়টা ইউএনও স্যারের নলেজেও আছে। আর শিক্ষক সংকট দূর করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।"

এছাড়া শিক্ষক কম থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, "আমাদের প্রতিদিন সব ক্লাস হয় না। এজন্য ছুটির পর কোচিং এ পড়তে হয়।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com