সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ২১'র অনুষ্ঠান

রাজধানীর হাজারীবাগে সুবিধাবঞ্চিত নিয়ে গড়ে ওঠা একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করা হয়েছে।

রোববারের এই অনুষ্ঠানে ৬২ জন সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত ছিল।

অনুষ্ঠানে শিশুদেরকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানোর জন্য নাটিকা, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।

স্কুলের পরিচালক বোর্ডের সদস্য নায়মা আফরৌজ মৌরি হ্যালোকে বলেন, "গল্প আর খেলার ফাঁকে তাদের সামনে ইতিহাস তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।"

ওই স্কুলে পড়ুয়া পায়েল হ্যালোকে বলে, "অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি চাই আমাদের স্কুলে এমন আরো অনুষ্ঠান হোক।"
 

স্বেচ্ছাসেবক সৈয়দা নাজমুন নাহার  বলেন, "ভাষার ব্যাপারে বাচ্চাদের অনুভূতি কম থাকে।

"এ শিশুরা ভাষা আন্দোলনের কোনো ইতিহাস জানে না। তাদের জানানোর এ প্রচেষ্টা চলছে এখানে।"

স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করা হয়। এ শিশুদের পরিবার আছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারা সব মৌলিক চাহিদাগুলো পাচ্ছে না।

শিশুদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয় স্কুলের শিক্ষক, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের ক্ষুদে সাংবাদিক ও স্কুলের পরিচালকরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com