আয়োজন যথেষ্ট নয়, তবু খুশি শিশুরা

বইমেলায় শিশুদের জন্য বিশেষ প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। যার নাম ‘সিসিমপুরের বটতলা’।

গত বছর তা বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকলেও এবার তা বানানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায় প্রাঙ্গণটিতে খেলাধুলা করছে শিশুরা। তাদের দেখভালের জন্য একজন আছেন সেখানে।

চার দেয়ালে আটকে থাকাই এখন শিশুদের নিয়তি, বললেন মাহবুব নামের একজন অভিভাবক।

তিনি বলেন, বইমেলার এই খোলামেলা পরিবেশ দারুণ লাগছে তাদের। তাদের এ আনন্দঘন মুহুর্ত উপভোগ করেন অভিভাবকরাও।

তবে এটি আরও বড় পরিসরে করা উচিত বলে মনে করেন তিনি।

প্রতি বছরই শিশুদের জন্য এমন প্রাঙ্গণ তৈরির আহ্বান জানান তিনি।

পাঁচ বছর বয়সী শিশু রাহা হ্যালোকে বলে, এখানে খেলতে পেরে তার দারুণ লাগছে।

ও বলে, "আমি এখানে আসতে পেরে আনন্দিত।"

সাত বছর বয়সী আজিজুল হাকিম সাজ্জাদও এখানে তার সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করাটা বেশ উপভোগ করেছে।

ও বলে, আরেকটু বড় হলে ভালো হতো। আরও খেলার জিনিস থাকলে সবাই মিলে মজা করে খেলতে পারতাম।

"আমার বেলুন ভালো লাগে। কিন্তু এখানে বেলুন দিয়ে সাজানো হয়নি।"

মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শিফট অনুযায়ী শিশুদের দেখভালের জন্য একজন করে তত্ত্বাবধায়ক রয়েছে। তারা বাচ্চাদের খেয়াল রাখে এখানে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com