বাঘায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটায় আহত ৯

রাজশাহীর বাঘায় পরীক্ষা কেন্দ্র পুনস্থাপনের দাবিতে শিক্ষার্থীদের একটি মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে পথচারীসহ অন্তত নয়জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টায় বাঘার শাহ্‌দৌলা ডিগ্রী কলেজ গেটের সামনে অবরোধ করে কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়।

পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফফার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর ইট ছোঁড়া হয়। পরে পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা করে।

শিক্ষার্থী জাহিদ হাসান জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ তাদের উপর হামলা চালায়।

নিভিয়া আক্তার নামে আরেক আন্দোলনকারী বলেন, "আমরা আন্দোলন থেকে সরে আসতে চাইনি বলে পুলিশ লাঠিপেটার হুমকি দেয়।"

বাঘা কলেজের শিক্ষার্থীরা চার বছর ধরে বাঘা থেকে সাত কিলোমিটার দুরে তেথুঁলিয়ায় পরীক্ষা দিয়ে আসছে।

এতে তাদের সময় অপচয় হয় দাবি করে বাঘাকে কেন্দ্র বানানোর জন্য আন্দোলন করছে।

শিক্ষার্থীদের দাবি পূরণে বাঘা থানা ওসি আলি মাহমুদ ও বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক আমাজাদ হোসেন নবাব আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com